নিজস্ব সংবাদদাতাঃ বরিশা সার্বজনীন এই বছর ৭৩'তম দুর্গোৎসব পালন করতে চলেছে। তিনশো কোটির পুজো হতে চলেছে বরিশা সার্বজনীনে। তাদের এইবারের থিমই হচ্ছে 'তিনশো কোটির পুজো'। ১৬০৬ খ্রিষ্টাব্দে বাংলার রাজশাহীতে ৯ লক্ষ টাকা ব্যয় করে দুর্গাপুজো করেছিল বাংলার নবাব কংসনারায়ণ। সেই অর্থের মূল্য আজকের দিনে দাঁড়িয়ে ৩০০ কোটির সমান। কংসনারায়ণের পুজোর ভাবনা মাথায় নিয়েই এই বিশাল বাজেটের পুজোর আয়োজন করছে বরিশা সার্বজনীন।