সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি : গভীর রাতের অন্ধকারে জঙ্গল থেকে বেড়িয়ে জলপাইগুড়ি জেলার লাটাগুড়ির দুই রিসর্টে হামলা চালাল শাবক সহ গরুমারার পাঁচটি বুনো হাতির দল । ঘটনায় রিসর্টের দুটি ঘর ক্ষতিগ্রস্তের পাশাপাশি রিসর্টে থাকা দুটি ছোট গাড়ির ক্ষতি হয়। দুই রিসর্টে প্রায় ঘণ্টাখানেক তাণ্ডব চালিয়ে জঙ্গলে ফেরৎ যায় হাতির দলটি। বুধবার গভীর রাতে লাটাগুড়ির জঙ্গল থেকে বেড়িয়ে একটি শাবক সহ পাঁচটি হাতির একটি পাল প্রবেশ করে লাটাগুড়ি ডাঙ্গাপাড়ার একটি রিসর্টে।রিসর্ট কর্তৃপক্ষের তরফে জানাগিয়েছে , রিসর্টে হাতি প্রবেশ করেছে দেখে পটকা ফাটিয়ে হাতির পালটিকে রিসর্ট থেকে বের করা হয়। পটকার শব্দে হাতির পালটি পাশে একটি রিসর্টে প্রবেশ করে। সেখানেও একটি ছোট গাড়ি ও রিসর্টের একটি ঘরে ভাঙচুর চালায় হাতির পালটি। সেখানেও রিসর্টে কর্তৃপক্ষ কোনওক্রমে পটকা ফাটিয়ে হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠায়।বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জ সূত্রের পাওয়া খবর , সারারাত হাতি তাড়াতে
নজরদারি চালানো হয়েছে । তবে একই সময় একাধিক স্থানে হাতি বেড় হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে।