পুজোয় সাবেকি পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ

author-image
Harmeet
New Update
পুজোয় সাবেকি পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ

​নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজোয় অনেকেই জিন্স টপের পরিবর্তে সাবেকি সাজে সেজে উঠতে পছন্দ করেন। তবে কেবল সাবেকি সাজে সেজে উঠলেই হবে না। তার সঙ্গে নিতে হবে মানানসই ব্যাগ। নয়তো সাজ থেকে যাবে অসম্পূর্ন 

১) শান্তিনিকেতনি ব্যাগ - শান্তিনিকেতনের চামড়ার ব্যাগগুলি মূলত হয় লাল, খয়েরি বা কালো রঙের। আপনি যদি তসর বা সিল্কের শাড়ি পরেন, তা হলে তার সঙ্গে ভালই মানাবে এই ব্যাগগুলি। 

২) বটুয়া - বটুয়াতে এক আভিজাত্য আছে, যা শাড়ি বা সালোয়ারের সঙ্গে বেশ মানানসই। 

৩) ক্লাচ পার্স -  আপনার পোশাক যদি হয় একটু জমকালো, তা হলে তার সঙ্গে নিতে পারেন ক্লাচ। বিশেষ করে আনারকলির সঙ্গে বেশ মাননসই ঝলমলে ছোট একটি ক্লাচ পার্স। এই ব্যাগ যেমন সামলানো সহজ, তেমন দেখতেও সুন্দর। পুজোর মরসুমে বেশ মানাবে এই ব্যাগ।