পুজোর ফ্যাশনঃ পোশাকের ধরন অনুযায়ী আপনি কোন হার পরবেন?

author-image
Harmeet
New Update
পুজোর ফ্যাশনঃ পোশাকের ধরন অনুযায়ী আপনি কোন হার পরবেন?

​নিজস্ব সংবাদদাতাঃ  নেকলেস আপনার সাজ সম্পূর্ণ পাল্টে দিতে পারে। কোন পোশাকের সঙ্গে কখন কীরকম হার আপনি পরতে পারেন, সেটা আরও একবার দেখে নেওয়া যাক। নেকলাইন অনুযায়ীও হারের কিছুটা পার্থক্য নির্ভর করে।




  • বোট নেক ডিজাইনের পোশাক পরলে অবশ্যই লম্বা চেনের পেন্ডেন্ট বা পুঁতির হার পরতে পারেন। মেকআপ করুন সেভাবেই। ট্রেন্ডিং মেকআপ ট্রাই করতে পারেন। গ্লাস স্কিন কিন্তু বেশ জনপ্রিয়।




  • অফ শোলডার পোশাকের সঙ্গে আপনি চোকার পরতে পারেন অনায়াসেই। কারণ, এই ক্ষেত্রে সামনে পিছনে ও কাঁধের অনেকটাই অনাবৃত থাকে। চোকার ব্যান্ড সরু ও মোটা দুই হয়। আপনার গলা ভরাট হলে সরু চোকার পরুন। লম্বা গলা হলে মোটা চোকার পরবেন।
  • চৌকো নেকলাইন হলে ত্রিকোণ আকৃতির হার পরার চেষ্টা করুন। কারণ চৌকো নেকলাইনে আপনার গলার অনেকাংশই ঢাকা থাকে না। তাই আপনি একটি ত্রিকোণাকৃতি হার পরলে মানান সই হবে। তবে শাড়ি, সালোয়ার বা অন্য কোনও ওয়েস্টার্ন পোশাক পরলে সেই অনুযায়ী হার নির্বাচন করবেন।
  • হল্টার নেক পোশাকের সঙ্গে যদি পেনডেন্ট দেওয়া হার পরেন তাহলে খেয়াল রাখবেন সেটা যেন ত্রিকোণ আকারের হয়। এতে পোশাকের সঙ্গে সামঞ্জস্য আসবে।
  • ক্রিউ নেকলাইন হলে বিব বা কলার নেকলেস পরবেন।