২১তম বর্ষে বেলিয়াঘাটা ৩৩নং পল্লীবাসি বৃন্দ

author-image
Harmeet
New Update
২১তম বর্ষে বেলিয়াঘাটা ৩৩নং পল্লীবাসি বৃন্দ


নিজস্ব সংবাদদাতাঃ ২১ বছর ধরে পুজো করে চলেছে বেলিয়াঘাটা ৩৩নং পল্লীবাসি। এই বছরের এই কমিটির থিম হল "মুক্তির অলিন্দে"। প্যান্ডেল সজ্জায় আছেন মেদিনীপুরের দেবু গোয়ালা ও কলকাতার মহেশ্বর দাস। এবং স্থানীয় বিদ্যুৎ কর্মীকে দিয়ে এই কমিটি আলোকসজ্জার কাজ করাচ্ছেন। ১২০ ফুটের রাস্তার উপর হওয়া এই পুজো এবারে অনেকটাই উঠে এসেছে রাস্তার উপর। যাতে রাস্তার মানুষ মণ্ডপে ভীড় না করেই এবং খুব সহজেই রাস্তার উপর দিয়েই প্রতিমা দর্শন করে চলে যেতে পারে সেই ব্যবস্থা নিচ্ছে এই পুজো কমিটি। পুজো কমিটির সদস্য পরিমল দে বলেন,"আমাদের যথেষ্ঠ ভলেন্টিয়ার থাকে তা সত্ত্বেও কলকাতা পুলিশ পঞ্চমী থেকেই আমাদের পুজোকে নিজেদের অধীনে করে নেয়। তারাই পুরো পুজোটার ভীড় নিয়ন্ত্রণের দায়িত্ত্বে থাকেন।" তিনি এও বলেন এবছরে হয়তো তাঁদের পুজো কমিটি কোনো মানুষকে মন্ডপের ভিতর প্রবেশ করার অনুমতি দেবে না।