নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি ওটিটি মঞ্চের একটি রান্নার শো'য়ে এসেছিলেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। সেখানেই চাঙ্কি পাণ্ডে মেয়ের হাতের রান্না খেয়ে বলেন, "অনন্যা, তুমি রান্নায় একটু আধটু ভুল করলে আমি দোষ দেব না। কারণ এটা বংশগত। তোমার পরিবারে কেউ রান্না করতে জানে না, বিশেষত, তোমার মায়ের দিকে তো কেউই জানেন না।” এখানেই শেষ নয়। তিনি আরও জানান, তার স্ত্রী ভাবনা পাণ্ডে তাকে কাঁচা মুরগির মাংস খাইয়েছিলেন।