নিজস্ব সংবাদদাতাঃ
৮৬ বছর ধরে দুর্গাপুজো করে আসছে 'চোরবাগান দুর্গাপুজা কমিটি'। তবে করোনার পরে থেকে দর্শকদের নিরাপত্তার কথা ভেবে পুজোর ধরন বদলেছে এই দুর্গাপুজা সমিতি। কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, যেহেতু এই পুজো একটি বড় মাঠ জুড়ে হয় তাই খুব সহজেই ১০০ জন দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করানো সম্ভব হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। এছাড়াও মাস্ক পরে এই মণ্ডপে পুজো দেখতে আসতে হবে। পুজো মণ্ডপে প্রবেশের পথে ৮ টি অটো স্যানিটাইজিং যন্ত্র থাকবে, এবং যেসব দর্শনার্থীরা মাস্ক ছাড়া প্রতিমা দর্শন করতে আসবেন তাঁদের জন্যও থাকবে বিনামূল্যে মাস্কের ব্যবস্থা। কমিটি সদস্যদের থেকে জানা যায় ক্লাবের সমস্ত সদস্যদের কোভিডের ভ্যাক্সিন নেওয়া হয়ে গেছে এবং তারসাথেই পুরোহিতসহ সমস্ত ঢাকিদেরও ভ্যাক্সিন নেওয়া সমাপ্ত হয়েছে।