ভারতে বিনিয়োগের ক্ষমতাসম্পন্ন বিভিন্ন ক্ষেত্র ও সংস্থাগুলির প্রতিনিধিত্বকারী সিইও-দের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

author-image
Harmeet
New Update
ভারতে বিনিয়োগের ক্ষমতাসম্পন্ন বিভিন্ন ক্ষেত্র ও সংস্থাগুলির প্রতিনিধিত্বকারী সিইও-দের সঙ্গে  সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ  সাম্প্রতিক মাসগুলিতে ভারত সরকার বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। ১০,৬৮৩ কোটি টাকার বস্ত্র খাতের উৎপাদন-সংযুক্ত প্রণোদনা (পিএলআই) প্রকল্প থেকে শুরু করে টেলিকম খাতের সংস্কার এবং সম্পদ মুদ্রাকরণ কর্মসূচি গ্রহন করেছে। সূত্র জানায়, মার্কিন শিল্পকে যুক্ত করতে এবং বিদেশী বিনিয়োগের সুবিধার্থে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার কোয়ালকম, অ্যাডোব, ব্ল্যাকস্টোন, ফার্স্ট সোলার এবং জেনারেল অ্যাটমিক্সের সিইও-দের সঙ্গে বৈঠক করবেন ভারতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হবে।