অস্ত্র সহ ৫৭ জন চোরাশিকারি আত্মসমপর্ণ করল

author-image
Harmeet
New Update
অস্ত্র সহ ৫৭ জন চোরাশিকারি আত্মসমপর্ণ করল

নিজস্ব সংবাদদাতাঃ বড় সাফল্য পেল অসম সরকার। রাইমোনা জাতীয় উদ্যানের ৫৭ জন চোরাশিকারি বুধবার আসামের বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের (বিটিসি) কাছে আত্মসমর্পণ করেছে। বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে আত্মসমর্পণকারী চোরাশিকারিদের জীবিকা বজায় রাখতে সহায়তা করার জন্য প্রত্যেককে ৫০,০০০ টাকার চেক দেওয়া হয়। প্রমোদ বোরো বলেন, "রাইমোনা জাতীয় উদ্যানের কাছে একটি গ্রামে অস্ত্র সহ ৫৭ জন চোরাশিকারি আত্মসমর্পণ করেছে। তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকার চেক দেওয়া হয়। আরও আর্থিক সাহায্য করা হবে। আমরা অন্যদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি।"