নিজস্ব সংবাদদাতাঃ টানা বৃষ্টির জের। ধস নামল বালি সেতুতে ওঠার রাস্তায়। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করে পূর্ত দফতর। এই সেতুতে রেল ও সড়ক পথ রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, টানা দু’দিনের বৃষ্টিতে দক্ষিণেশ্বরের দিক থেকে ব্রিজে ওঠার রাস্তার বাঁ দিকে প্রায় ১০০ মিটার অংশে নিচের মাটি সরে যায়। মঙ্গলবার বিষয়টি নজরে আসে ডানলপ ট্রাফিক গার্ড ও পূর্ত দফতরের। তারপরেই বুধবার থেকে কাজ শুরু হয়েছে।