রীতি মেনেই পিতৃপক্ষে শুরু হল দুর্গোৎসব

author-image
Harmeet
New Update
রীতি মেনেই পিতৃপক্ষে শুরু হল দুর্গোৎসব

হরি ঘোষ,দুর্গাপুরঃ  মঙ্গলবার থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। কিন্তু প্রতিপদ তিথি থাকার কারনে এবারের দুর্গোৎসব রীতি মেনেই শুরু হয়ে গেল আমরাই ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ ও সপ্তপীঠ মন্দিরের পুজো। জ্বলে উঠল ঘিয়ের প্রদীপ, যা নিভবে দেবী বিসর্জ্জনের পর একাদশী তিথিতে। মন্দিরে দেবীমূর্তি থাকে সারাবছর। মন্দিরের প্রধান সেবাইত শ্রী শ্রী অমৃতদাস মহারাজের কথায়,"রীতি অনুযায়ী এই মন্দিরের পুজো আজ থেকেই শুরু হল।" ঢাকের তালে,কাশের সুবাসে আর শিউলের গন্ধে আজ থেকেই এই মন্দিরে শারদোৎসবের সূচনা হয়ে গেল।