বন্যা পরিদর্শনে ডঃ মানস ভুঁইয়া

author-image
Harmeet
New Update
বন্যা পরিদর্শনে  ডঃ মানস ভুঁইয়া

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ সবং এর ১০ নং জলচক অঞ্চলের বন্যার পরিস্থিতি পরিদর্শন করলেন ডঃ মানস ভুঁইয়া, গীতা ভুঁইয়া এবং অমল পান্ডা। বি.ডি.ও, পঞ্চায়েত সদস্য ও লায়ন্স উবের কর্মকর্তাদের সঙ্গে পঞ্চায়েত অফিসে মিটিং করলেন। প্রয়োজনে নৌকা, ত্রিপল, শুকনো খাবার ও খিচুরি খাবার দেবার কথা বলেন ডঃ মানস ভুঁইয়া।