দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ সবং এর ১০ নং জলচক অঞ্চলের বন্যার পরিস্থিতি পরিদর্শন করলেন ডঃ মানস ভুঁইয়া, গীতা ভুঁইয়া এবং অমল পান্ডা। বি.ডি.ও, পঞ্চায়েত সদস্য ও লায়ন্স উবের কর্মকর্তাদের সঙ্গে পঞ্চায়েত অফিসে মিটিং করলেন। প্রয়োজনে নৌকা, ত্রিপল, শুকনো খাবার ও খিচুরি খাবার দেবার কথা বলেন ডঃ মানস ভুঁইয়া।