ব্রিটেনের কাছে ভ্যাকসিন হিসেবে মান্যতা পেল কভিশিল্ড

author-image
Harmeet
New Update
ব্রিটেনের কাছে ভ্যাকসিন হিসেবে মান্যতা পেল কভিশিল্ড

​নিজস্ব সংবাদদাতাঃ  ভ্যাকসিন  হিসাবে মান্যতা দেওয়া হল কোভিশিল্ডকে। পরিবর্তন আনা হল ভারতীয়দের ভ্রমণ ও কোয়ারেন্টাইনের নিয়মেও। তবে ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে, তাদের টিকা নিয়ে সমস্যা না থাকলেও টিকা সার্টিফিকেট  নিয়ে কিছু সমস্যা থাকায় আপাতত ভারতীয় যাত্রীদের কোয়ারেন্টাইনেই থাকতে হবে।