পুজোয় বেড়াতে যাচ্ছেন? মাথায় রাখুন এই বিষয়গুলি

author-image
Harmeet
New Update
পুজোয় বেড়াতে যাচ্ছেন? মাথায় রাখুন এই বিষয়গুলি

​নিজস্ব সংবাদদাতাঃ অনেকেই সারাবছর ছুটির অভাবে কোথাও ঘুরতে যেতে পারেন না। তাই তারা পুজোর ছুটিটা বেছে নেন বেড়াতে যাওয়ার জন্যে। আপনারও কি এইবছর পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে। তবে পুজোয় বেড়াতে যাওয়ার আনন্দে ভুলে যাবেন না, করোনার তৃতীয় ঢেউ আসন্ন। তাই সতর্ক থাকুন এই বিষয় গুলিতে।

১) করোনা অতিমারীর সময় ভ্রমণের জন্যে সঠিক জায়গা নির্বাচন করুন।  বেশি ভিড় এলাকা এড়িয়ে চলুন। 

২) সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখুন।

৩) বেড়াতে গিয়েছেন বলে মাস্ক না পরে একদম ঘুরবেন না। সর্বদা মাস্ক পরে থাকুন।  

৪) হাত কিছুক্ষণ অন্তর অন্তর অবশ্যই স্যানিটাইজ করুন।