পুজোর আগে ফেশিয়াল গ্লো আনুন বাড়িতেই

author-image
Harmeet
New Update
পুজোর আগে ফেশিয়াল গ্লো আনুন বাড়িতেই

​নিজস্ব সংবাদদাতাঃ পুজোয় সবাই চায় নিজেকে সুন্দর করে তুলতে। তাই তার জন্যে পুজোর আগে মেয়েদের পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ করে ফেশিয়াল করতে দেখা যায়। কিন্তু সেই ফেশিয়াল গ্লো বাড়িতেই সম্ভব। কিভাবে? দেখে নিন। 

১) টমেটো, শশা ও আলুর জুস বা রস বের করে নিয়ে তা সমান অনুপাতে মেশান। এবার তৈরি মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন 

২) দুধের মধ্যে চন্দন ও আমন্ডের গুঁড়ো পরিমাণ মতো মিশিয়ে নিন ও মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট পরে শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। ত্বক বেশি শুষ্ক মনে হলে ময়েশ্চরাইজার লাগান।

৩) কমলালেবু খেলে তার খোসা ফেলে দেবেন না। বরং তা রোদে শুকিয়ে পাউডার বানিয়ে নিন। তার পরে সেই গুঁড়ো পাউডারে দই মেশান। তৈরি মিশ্রণটি মুখে ২০ মিনিটের জন্য লাগিয়ে ওয়েট ওয়াইপস বা ভিজে তুলো দিয়ে তুলে নিন।

৪) হাতের কাছে আর কিছু না থাকলে শুধু দই মুখে নিয়মিত লাগালেও আপনি অবিশ্বাস্য ফল পাবেন। দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য বেসনও। 




​​