নিজস্ব সংবাদদাতাঃ ৪২ বছরে পা দিল নেতাজি স্পোর্টিং ক্লাব। এবারে আলাদা করে কোনো থিমের উপর তাঁরা ঠাকুর বানাচ্ছেন না।এবারে নেতাজি স্পোর্টিং ক্লাবের প্রতিমাকে দেখা যাবে পদ্মের উপর। ক্লাবের সদস্য শ্রীতমাদেবী বলেন, "এবারে আমরা মাতৃ আরাধনাতেই বেশি নজর দিচ্ছি। উৎসবের থেকেও ২০২১এ আমরা মাতৃ আরাধনা কে কেন্দ্র করে এই দুর্গাপুজো করতে চলেছি"। এ ছাড়াও তাঁর বক্তব্যে উঠে আসে করোনার বিধিনিয়মের কথাও। মণ্ডপের ভিতর এ বছর দর্শনার্থীদের প্রবেশও নিষেধ করছে ক্লাব কর্তৃপক্ষ। দূরত্ব বজায় রেখেই চলবে প্রতিমা দর্শন।