চোরবাগানের চট্টোপাধ্যায়দের পুজো

author-image
Harmeet
New Update
চোরবাগানের চট্টোপাধ্যায়দের পুজো





নিজস্ব সংবাদদাতাঃ

কলকাতার ইতিহাসে চোরবাগান নামটি অত্যন্ত উজ্জ্বল এক নাম। চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবার অত্যন্ত সমৃদ্ধ এক পরিবার। এই পরিবার এক সময় শিক্ষা-সংস্কৃতির পীঠস্থান ছিল। আজও একইভাবে সেই মান বজায় রেখেছে এই পরিবার। ১৬০ বছরের পুরানো এই পরিবারের পুজো। গরান গাছের ডাল দিয়ে পুজো হয় এই বাড়ির প্রতিমা। সেই ডাল বিজয়াতে প্রতিমার সাথেই বিসর্জিত হয়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তৈরি হয় এই বাড়ির ভোগ। বাড়ির নারী ও পুরুষ সকলেরই সমান উদ্যোগে তৈরি হয় এই ভোগ। আমিষে, নিরামিষে জমজমাট থাকে চট্টোপাধ্যায়দের পুজোর কয়টা দিন।