নিজস্ব সংবাদদাতাঃ ফের গাজায় এয়ার স্ট্রাইক করল ইজরায়েল। জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার ভোরে এ হামলা চালায় ইজরায়েলী বাহিনী। ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে এ হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রায় এক মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় এটাই প্রথম ইসরায়েলি বিমান হামলা। এদিকে এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত থেকে অন্তত ২০ টি আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। গাজা থেকে উড়ে আসা আগুন বেলুনে দক্ষিণ ইসরায়েলের একাধিক স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত করেছে। এর প্রতিবাদে এ হামলা চালায় তারা। ইজরায়েলের দাবি, হামাসকে লক্ষ্য করে তারা এ হামলাটি চালিয়েছে।