নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আজ টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ওয়াশিংটনের উদ্দেশে উড়ে যাওয়ার আগেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আজ দীর্ঘক্ষণ কথা হয়। আফগানিস্তানের তালিবান সরকারের আমলে মানবাধিকার, বিশেষ করে মহিলাদের অধিকার এবং সংখ্যালঘুদের অধিকার কতটা রক্ষা করা হবে, তা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন নরেন্দ্র মোদী এবং এমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার দিক থেকে দেখলে, আজ মোদী-ম্যাক্রোঁ এই আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।