বাঁধ ভেঙে 'বানভাসি' পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া, সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ

author-image
Harmeet
New Update
বাঁধ ভেঙে 'বানভাসি' পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া, সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ

​দিগবিজয় মাহালিঃ 



রাতভর বৃষ্টিতে ভেঙে গেল বাঁধ। আর তাতেই জলমগ্ন মেদিনীপুর গ্রামীণের চাঁদড়া এলাকা। মেদিনীপুর ধেড়ুয়া সড়কের চিলগোড়ার রাস্তায় হাঁটু জল। বেশ কিছুক্ষণ বন্ধ হয় যাতায়াত। জল নামলে আবার শুরু হয় মানুষজনের যাতায়াত। জানা গিয়েছে, এর আগে দু'বার প্রবল বর্ষণে বাঁধগুলো ভর্তি হয়ে গিয়েছিল জলে। সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে পাড় ছাপিয়ে জল আসতে শুরু করলে ভেঙে পড়ে। সোমবার এমন দুটি বাঁধ ভেঙে পড়ে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে। তিনি বলেন, বাঁধ ভেঙে জল বিভিন্ন গ্রামের বাড়িগুলিতে ঢুকে পড়েছে। দুর্ভোগ ভুগতে হয়েছে মানুষজনকে। 

পাশাপাশি মনিদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় জলের তোড়ে ভেঙে গেল সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুই গ্রামের। কোনরকমে কাঠের তক্তা বিছিয়ে যাতায়াত শুরু হয়েছে। বন্যার জলে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি জমির। মনিদহর সোনাকড়া এলাকাতেও গ্রামীণ রাস্তার উপর জল যাওয়ায় হয়রানিতে পড়েন বেশ কয়েকটি এলাকার মানুষজন।