দশ ইঞ্চির দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালো তৃতীয় শ্রেণির পড়ুয়া

author-image
Harmeet
New Update
দশ ইঞ্চির দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালো তৃতীয় শ্রেণির পড়ুয়া

 সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: মাত্র নয় বছর বয়সে দূর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ি জেলার চালসার অঙ্কিত মিত্র।  বাবা-মা’ র হাত ধরে ছোটবেলা থেকেই দুর্গা ঠাকুর দেখতে যেতে খুব মজা লাগত তার। গত বছর করোনার জন্য মণ্ডপে গিয়ে দুর্গা ঠাকুর দেখতে যাওয়াই হয়নি। মনে আফসোস ছিল। এবারও করোনা পরিস্থিতি পুরোপুরি কাটেনি। তাই বলে কি দুর্গা ঠাকুর দেখা হবে না? ছোট্ট অঙ্কিত তাই নিজেই নিখুঁতভাবে গড়ে তুলেছে দুর্গা প্রতিমা। তার প্রতিমা ইতিমধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যেও সাড়া ফেলেছে। চালসার পরিমল মিত্র নগরের অঙ্কিতের দুর্গা প্রতিমার কথা এখন আশপাশের সকলেরই মুখে মুখে।

 তৃতীয় শ্রেণির পড়ুয়া অঙ্কিত নিজ হাতে প্রায় ১০ ইঞ্চির দুর্গা প্রতিমা তৈরি করছে।মহালয়ার দিন তার প্রতিমার চক্ষুদান করবে অঙ্কিত। বাবা, মা সহ পরিবারের সকলে এই কাজে তাকে সহযোগিতা করেন বলে জানিয়েছে অঙ্কিত।