পহেলগাঁও হামলা নিয়ে মার্কিন সিনেটরের সঙ্গে আলোচনা করলেন পররাষ্ট্র মন্ত্রী ড. জয়শঙ্কর
জেলে থেকেও একাধিক হামলা ও আলোচনার অংশ হাফিজ সাঈদ, এবার ভারতের জবাব থেকে বাঁচাতে নিরাপত্তায় জোরদার
বড়বাজার অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে অস্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত— তদন্ত চাঞ্চল্যকর তথ্য
ফের তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা— কখন থেকে শুরু হবে? জানুন
৩০ এপ্রিল-০১ মে রাতেও পাকিস্তানি সেনার অপ্ররোচিত হামলা, ভারতীয় সেনার পাল্টা জবাব
ট্রাম্প : তিনটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে, তবে তাড়াহুড়া নেই
হাভার্ডের ফেডারেল ফান্ডিং বন্ধ হতে পারে, ট্রাম্পের তীব্র হুঁশিয়ারি
পুতিনকে ঠেকাতে ট্রাম্পের চাল? ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি নিয়ে জল্পনা
৩৬ ঘণ্টার মধ্যে যুদ্ধ? বিস্ফোরক বার্তা পাকিস্তানের

স্ত্রীর বিরহে যুবকের মরন ঝাঁপ

author-image
Harmeet
New Update
স্ত্রীর বিরহে যুবকের মরন ঝাঁপ

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: স্ত্রী বাপের বাড়ি যাওয়ায় সহ্য করতে না পেরে তিস্তা সেচনালায় ঝাঁপ দিলেন এক যুবক। অবসাদ গ্রস্ত হয়েই ওই যুবক জলে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। সোমবার বিকেলের ফুলবাড়ির অদূরে লক্ষ্মীজোত এলাকার ঘটনা। অশোক পণ্ডিত নামে ওই যুবক মায়ের সামনেই জলে ঝাঁপ দেন। যদিও তাঁর খোঁজ মেলেনি।জানা গিয়েছে, যুবকের বাড়ি শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে বুড়াবুড়ি মন্দির এলাকায়। ওই যুবকের স্ত্রী কয়েকদিন আগেই বাপের বাড়িতে গিয়েছেন। কিন্তু স্ত্রীর বিরহ সহ্য করতে পারেননি অশোক। অশোকের মা কল্পনা পণ্ডিত জানান, সেচনালার পাড়ে বসে মা ও ছেলে গল্প করছিলেন। সেসময় ছেলে হঠাৎই সেচনালায় ঝাঁপ দেন। কল্পনাদেবীর চিৎকারে আশেপাশের লোক ছুটে এলেও ততক্ষণে জলে তলিয়ে গিয়েছেন অশোক।এদিন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চালালেও তাঁর খোঁজ মেলেনি। যদিও শেষে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা বোট নিয়ে তল্লাশি শুরু করেছেন।