সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: ফালাকাটা-মাদারিহাট বেহাল রাজ্য সড়ক নিয়ে এবার আন্দোলনে আর.এস.পি। মঙ্গলবার আর.এস.পির তরফে পুজোর আগে দ্রুত কাজ শুরুর দাবিতে ফালাকাটা শহরের মাদারিরোডে অবরোধ করা হয়। পরিবহণকর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাংশও এই প্রতিবাদে সমর্থন জানান। পরে ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদারের আশ্বাসে অবরোধ ওঠে। তবে নদী থেকে বালি, পাথর তোলা বন্ধ থাকায় পুজোর আগে এই বেহাল রাস্তা মেরামতের কাজ হবে কিনা, সেব্যাপারে প্রশাসনের কর্তারা সেরকম আশ্বাস দিতে পারেননি।
এই বেহাল রাস্তার কারণে পরিবহণকর্মী ও স্থানীয় বাসিন্দারা ব্যাপক সমস্যায় পড়েছেন। ফালাকাটা-মাদারিহাট দীর্ঘ ২২ কিমি রাস্তার সঙ্গে জয়গাঁ ও ভুটানের সংযোগ রয়েছে। যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন সহ বহু ডাম্পার এই রাস্তায় চলাচল করে।
সূত্রের খবর, অনেকদিন আগে এই রাস্তা মেরামতের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু বালি, পাথর না মেলায় এখন কাজ শুরু করতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর। পিডব্লিউডির ফালাকাটার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুরজিত সরকার জানান, নদী থেকে বালি, পাথর তোলা বন্ধ রয়েছে বলেই সব প্রক্রিয়া প্রস্তুত হলেও রাস্তার কাজ শুরু করা যাচ্ছে না। তবে জেলা প্রশাসন নির্দেশ দিলে গর্ত ভরাটের কাজ করা হবে। তাই পুজোর আগে এই রাস্তার কাজ হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।