সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ দার্জিলিং জেলার মেগা কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভে জেলার অন্য শিবিরকে টেক্কা দিচ্ছে শিলিগুড়ির ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতাল। সম্প্রতি অধিক হারে করোনার টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়ে দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তর রীতিমতো কোমড় বেঁধে কাজে নেমেছে। এরই মধ্যে চলতি মাসের ১৮ এবং ২০ তারিখ জেলার মধ্যে সর্বাধিক হারে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের তত্বাবধানে টিকাকরণ হয়েছে।
সূত্রের পাওয়া খবর অনুযায়ী , ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য দপ্তর ২০ সেপ্টেম্বর প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে ৬০৫৪, শিলিগুড়ি পুরনিগম এলাকায় ৪৪১৭, নকশালবাড়িতে ৩২২৮ জন উপভোক্তাকে করোনা টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে, ১৮ সেপ্টেম্বর ফাঁসিদেওয়াতে ৬৩৭১, নকশালবাড়ি ৪৬৫০, মাটিগাড়াতে ৪৩৬৫ জন উপভোক্তাকে টিকা দেওয়া হয়েছে। তবে, গ্রামীণ এলাকায় প্রায় টিকাকরণ শিবিরে উপভোক্তারা সামজিক দূরত্ববিধি মানছেন না বলে অভিযোগ। করোনার তৃতীয় ঢেউ নিয়ে চিন্তার ভাঁজ ক্রমেই বেড়ে চলেছে।
দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য বলেন, "রাজ্যের মধ্যে আমরা ভালোভাবে কোভিড নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। তিনি আরও বলেন, মেগা ভ্যাকসিনেশন ড্রাইভে আমাদের সব শিবিরেই ভালো কাজ হচ্ছে।"