ইডি-র মামলা থেকে মুক্তি পেতে আদালতে আবেদন সারদা কর্তার

author-image
Harmeet
New Update
ইডি-র মামলা থেকে মুক্তি পেতে আদালতে আবেদন সারদা কর্তার


নিজস্ব সংবাদদাতাঃ  আজ থেকে ৮ বছর আগে ২০১৩ সালে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছিল সারদা কর্তা সুদীপ্ত সেনকে। এরপর ২০১৩ সালে অক্টোবর মাসে সারদা কর্তার বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের ধারায় মামলা করে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে সুদীপ্তর আইনজীবী বিপ্লব গোস্বামীর দাবি, ইডির করা মামলায় ওই ধারায় সর্বাধিক সাত বছর পর্যন্ত জেল হতে পারে। সেই মামলায় ২০১৫ সালে আদালত জামিনও মঞ্জুর করেছিল। তবে আরও কয়েকটি মামলা থাকায় জেল থেকে সুদীপ্ত ছাড়া পাননি। এদিকে আইনজীবীর দাবি, সর্বাধিক সাজার চেয়েও আরও ১১ মাস জেলেই রয়েছেন সুদীপ্ত। সেক্ষেত্রে ইডির হাত থেকে মুক্তি পেতে আদালতে আবেদন করলেন সুদীপ্ত সেন।