হাবিবুর রহমান, ঢাকা: ভারত বাংলাদেশের মধুর সম্পর্ক। দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গকে ইলিশ উপহার দিচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বাংলাদেশ থেকে এ রাজ্যে আসছে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ। ৫২টি বাণিজ্যিক সংস্থা ৪০ মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে। ধাপে ধাপে ইলিশ সীমান্ত পেরিয়ে রাজ্যের বাজারে এসে পৌঁছবে। মঙ্গলবার, বুধবার থেকে ওই ইলিশ পৌঁছতে পারে কলকাতার ক্রেতাদের হাতে। খুশির বন্যা বইছে। ইলিশ বলে কথা। স্বাভাবিকভাবেই আপ্লুত বাঙালি। তবে খবরে আপ্লুত হলেও দামের চিন্তা মাথায় আসছে। ইলিশের দাম নাগালের মধ্যে থাকবে কিনা, এ নিয়ে চিন্তা। এ নিয়ে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সচিবালয়। আগামী ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা সরকার। প্রসঙ্গত, ২০১২ সালে বাংলাদেশ এ দেশে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। যদিও মাঝে মাঝে পুজোর আগে ইলিশ এসেছে। গত বছর প্রায় ৫০০ টন ইলিশ এসেছিল। তবে এত বৃহৎ পরিমাণ ইলিশ শেষ কবে এসেছে, তা মনে করা যাচ্ছে না। এটা সত্যি। বিক্রেতারাও খুশি।