নিজস্ব সংবাদদাতাঃ পুজোর আগেই বড় ঘোষণা রাজ্যের। এবার স্কুল পড়ুয়াদের আধার কার্ডে নাম নথিভুক্তকরণ শুরু হচ্ছে রাজ্যে। জরুরি ভিত্তিতে আধার নথিভুক্ত করাবেন ডিআই বা স্কুল পরিদর্শকরা। আগামী ১ অক্টোবর থেকে আধার নিয়ে পাইলট প্রজেক্ট শুরু করছে রাজ্য। মূলত নবম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের আধার নথিভুক্ত করা হবে। সূত্রের খবর অনুযায়ী, শুধুমাত্র কর্মব্যস্ত দিনেই এই নথিভুক্ত করার কাজ হবে। এরপর পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। পুজো মিটলে প্রত্যেক পড়ুয়ার আধার নম্বর নথিভুক্ত করার কাজ হবে।