নিজস্ব সংবাদদাতাঃ ফুসফুস প্রতিস্থাপনের নজিরবিহীন ইতিহাস তৈরি হল কলকাতায়। পশ্চিমবঙ্গ তো বটেই গোটা পূর্ব ভারতে প্রথম ফুসফুস প্রতিস্থাপনের জটিল অস্ত্রোপচার হল কলকাতার মুকুন্দপুরের মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে। সোমবার রাত ১০ টা নাগাদ সুরাট থেকে ব্রেন ডেথ রোগীর ফুসফুস এসে পৌঁছায় কলকাতা বিমানবন্দরে। গ্রিন করিডর থেকে ফুসফুস নিয়ে যাওয়া হয় মেডিকায়। গত ৬ ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচারের পর ফুসফুস প্রতিস্থাপন হয় ৪৬ বছরের ওই ব্যাক্তির দেহে।