নিজস্ব সংবাদদাতাঃ উপনির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে সোমবার ব্যাপক রদবদল ঘটে। দিলীপ ঘোষকে সরিয়ে বিজেপির রাজ্য সভাপতির পদে বসেছেন সুকান্ত মজুমদার। আর নতুন পদ পেয়েই বাংলা ভাগের সকল জল্পনা ওড়ালেন সুকান্ত। তিনি বলেন, 'সমগ্র পশ্চিমবঙ্গকে আমি একসঙ্গে দেখতে চাই। এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কোনও ভেদাভেদ নেই। আলাদা করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিছু হয় না।' সুকান্ত মজুমদার আরও বলেন, 'রাজ্যে তালিবানি শাসন চলছে। গত বেশ কয়েক বছর ধরে এটা চলছে। এটা আটকানোই আমাদের প্রথম চ্যালেঞ্জ।'