দুটি ডোজ নেওয়া থাকলেই পুজো প্যান্ডেলে মিলবে ভিআইপি পাস

author-image
Harmeet
New Update
দুটি ডোজ নেওয়া থাকলেই পুজো প্যান্ডেলে মিলবে ভিআইপি পাস


নিজস্ব সংবাদদাতাঃ  আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। এরপরই বাঙালি মেতে উঠবে দুর্গাপুজোর আনন্দে। এই সময় বেশ কিছু পুজো কমিটি এক অভিনব উদ্যোগ নিল। যাদের দুটি টিকাই নেওয়া থাকবে, তাঁদের পুজো প্যান্ডেলে দেওয়া হবে ভিআইপি পাস। টালা বারোয়ারি পুজো কমিটি হোক কিংবা দক্ষিণ কলকাতার সমাজসেবী সঙ্ঘ, ভিআইপি কার্ডকে কোভিড বিরোধী প্রচারের হাতিয়ার করছে তারা।