নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ ফের মানবিক উদ্যোগ রাজ্যের। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়ন দপ্তরের স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের এক প্রতিনিধি স্বরূপ ডেবরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ কর, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মুড়া ও ডেবরা পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি নেতৃত্বে, পঞ্চায়েত সদস্য সমীর গাঁতাইত ও সেক আলতাব আলি কে সাথে নিয়ে খড়্গপুর DRM সাহেব ও চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে সাক্ষাৎ করেন। এমনকি ডেবরা ব্লকের শ্যামচক হইতে রুইয়াগেড়্যা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে জলমগ্ন হয়ে যায়, এলাকাবাসী যাতে দুর্ভোগে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থার গ্রহন করার প্রতিশ্রুতি দিয়েছেন।