নিজস্ব সংবাদদাতাঃ
সোমবারের নির্বাচনে প্রাথমিক প্রবণতা বলছে, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকতে চলেছেন কানাডায় (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Prime minister Justin Trudeau)। এবারে ক্ষমতা ফেরার ষোলো আনা নিশ্চিত ধরেই এগচ্ছিলেন ট্রুডো। কিন্তু করোনা আবহে সব হিসেব-নিকেশ উলোটপালট করে দেয়।
এই মুহূর্তে কার্যত কোণঠাসা জাস্টিন ট্রুডো। সরকারের কাছে পর্যাপ্ত আসন না থাকার ফলে অনেক ক্ষেত্রেই সরকারি কাজ পরিচালনার ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলির ওপর ভরসা করতে হচ্ছে তাঁকে। এমনকী বিভিন্ন ক্ষেত্রে সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রেও পিছিয়ে আসতে বাধ্য হচ্ছে ট্রুডো প্রশাসন।