নিজস্ব সংবাদদাতাঃ আবারও কলকাতার জল- যন্ত্রণার জন্য তৃণমূল সরকারকে দায়ী করা হল। তবে এবারে প্রশ্নের আঙ্গুল তুললেন খোদ দিলীপ ঘোষ। "বৃষ্টি হলে জল জমবে, কিন্তু বের করার কী চেষ্টা? জল নামানোর জন্য সরকারের তৎপরতা চোখে পড়ে না। কলকাতার জল নিয়ে দুর্ভোগ কবে দূর হবে? হাসপাতালে জল যাতে না ঢোকে, তার জন্য কী ব্যবস্থা?" প্রশ্ন রাখলেন দিলীপ ঘোষ।