নিজস্ব সংবাদদাতাঃ অ্যান্টিলিয়া বোমা মামলায় নতুন মোড়। এই ঘটনায় এনআইএ আরও দুজনকে গ্রেফতার করল। জানা গিয়েছি, তাদের দুজনকেই আজ আদালতে হাজির করা হয়েছিল এবং আগামী ২১ জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান অম্বানির বহুতল আবাসন অ্যান্টিলিয়া-র কাছে সন্ধেয় একটি এসইউভি (স্করপিও) থেকে আড়াই কিলোগ্রাম জিলেটিন স্টিক (বিস্ফোরক সামগ্রী) বাজেয়াপ্ত হয়েছিল। এসইউভি-র ভেতরে একটি চিঠিও পাওয়া গিয়েছিল। ওই চিঠিতে অম্বানি ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল বলে খবর। পুলিশের তদন্তে এখনও পর্যন্ত এই মামলায় কোনও ধরনের জঙ্গিযোগের আশঙ্কা উড়িয়ে দেওয়া হয়েছে।