নিজস্ব সংবাদদাতাঃ ১৮৫৫ সালে দ্বারকানাথ দত্ত ঠনঠনিয়ায় এই দুর্গা পুজোর প্রতিষ্ঠা করেন। এই বাড়িতে হরগৌরী মূর্তি পূজিত হয়। দ্বিভূজা দেবী এখানে শিবের কোলে আসীন। সিংহ ও অসুর থাকেনা। এই বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ ধুনো পোড়ানো। বাড়ির সধবা মহিলারা হাতে ও মাথায় জ্বলন্ত মাটির মালসা নিয়ে দেবীর কাছে শান্তিকামনা করেন।