ঠনঠনিয়া দত্ত বাড়ির দুর্গাপুজো

author-image
Harmeet
New Update
ঠনঠনিয়া দত্ত বাড়ির দুর্গাপুজো

নিজস্ব সংবাদদাতাঃ ১৮৫৫ সালে দ্বারকানাথ দত্ত ঠনঠনিয়ায় এই দুর্গা পুজোর প্রতিষ্ঠা করেন। এই বাড়িতে হরগৌরী মূর্তি পূজিত হয়। দ্বিভূজা দেবী এখানে শিবের কোলে আসীন। সিংহ ও অসুর থাকেনা। এই বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ ধুনো পোড়ানো। বাড়ির সধবা মহিলারা হাতে ও মাথায় জ্বলন্ত মাটির মালসা নিয়ে দেবীর কাছে শান্তিকামনা করেন।