নিজস্ব সংবাদদাতাঃ সাধারণত ৪০ বছরের পর থেকেই চামরা ঝুলে যেতে শুরু করে। অনেকের ক্ষেত্রে এই সমস্যা আরও আগে দেখা দেয়। আপনিও যদি এই দলে পড়েন, তাহলে চিন্তার কোনও কারণ নেই। এবারে ঘরোয়া টোটকায় মুক্তি পান চামরা ঝুলে যাওয়ার সমস্যা থেকে। ত্বকে ব্যবহার করুন অ্যালোভেরা জেল। এতে থাকা ফাইটোকেমিক্যাল বার্ধক্য প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। যার ফলে ত্বক থাকে টানটান ও ঝকঝকে। রোদে পোড়া ত্বক স্বাভাবিক করতেও এটি খুব উপকারি। এছাড়াও ত্বক টানটান করার আরেক উপাদান হল মুলতানি মাটি। নিয়মিত এই মাটি ব্যবহার করলে কাজ করবে ম্যাজিকেরমতো।