ভবানীপুরের মিত্র বাড়িতে দুর্গা পুজোর শুরু ১৮৫৭ সালে। একসময়ে অনেক জাঁকজমক থাকলেও এই বাড়ির জৌলুস এখন অনেকটাই ম্লান। এই বাড়ির প্রতিমা দশভূজা হলেও দুটো হাতই দেখা যায়, বাকি আটটি হাত আকারে ছোটো চুলের আড়ালে ঢাকা থাকে। এই মূর্তি স্বপ্নাদেশে পাওয়া। লক্ষী ও সরস্বতী পদ্মের ওপর দন্ডায়মান, বাহন নেই। সিংহ ঘোটকমুখী।