নিজস্ব সংবাদদাতাঃ দেশে এখনো করোনার দ্বিতীয় ঢেউ বর্তমান। এরই মাঝে হদিস মিলল ‘ডেল্টা প্লাস’-এর। ডেল্টা প্রজাতির নতুন এই রূপের নাম দেওয়া হয়েছে ‘ডেল্টা প্লাস’ বা ‘এওয়াই.১’। সেইসঙ্গে দাবি করা হয়েছে যে, মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল চিকিৎসাও কার্যকরী হবে না ডেল্টার পরিবর্তিত এই রূপের বিরুদ্ধে। সূত্র মারফত খবর, ইতিমধ্যেই করোনার ডেল্টা প্রজাতির পরিবর্তিত রূপ আমেরিকা, কানাডা, ব্রিটেন, রাশিয়া, জাপান, পর্তুগাল, পোল্যান্ড, তুরস্ক, নেপাল এবং সুইৎজারল্যান্ডেও পাওয়া গিয়েছে।