নিজস্ব সংবাদদাতাঃ উদিত নারায়ণ এবং কুমার শানু। এই দু'জন যে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি তাঁরা ভাল বন্ধুও বটে। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে অনুরাধা পাড়োয়ালের সঙ্গে হাজির ছিলেন এই দুই শিল্পী। সেখানেই শানুর সঙ্গে বান্ধবীদের নিয়ে মজা করতে দেখা গেল উদিত নারায়ণকে। গানের ছলে উদিত কুমার শানুকে উদ্দেশ্য করে বলেন, 'ধীরে ধীরে কতজন ওর জীবনে এল, চলেও গেল। এখনও আরও অনেকে আসবে। এখনও ওর মন ভরেনি'। দুই বন্ধুর এই খুনসুটি দেখে বেশ মজা পেয়েছেন অনুরাগীরা।