৫০ বছর পর জেগে উঠল স্পেনের এই আগ্নেয়গিরি, আঁধারে ঢেকে গেছে আকাশ

author-image
Harmeet
New Update
৫০ বছর পর জেগে উঠল স্পেনের এই আগ্নেয়গিরি, আঁধারে ঢেকে গেছে আকাশ

​নিজস্ব সংবাদদাতাঃ 

কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ, গল গল করে বেরিয়ে আসছে ফুটন্ত লাভা। এক সপ্তাহ ধরে কম্পনের পর অবশেষে অগ্নুৎপাত শুরু হল স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরি থেকে। ইতিমধ্যেই ওই দ্বীপের ১০০০ বাসিন্দাকে সরানোর কাজ শুরু হয়েছে।

ক্যানারি দ্বীপের ভলকানোলজি ইন্সটিটিউটের তরফে জানানো হয়েছে, লা পালমা দ্বীপের দক্ষিণ দিকের শেষভাগ থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। ১৯৭১ সালে শেষবার অগ্নুৎপাত হওয়া এই আগ্নেয়গিরি ফের একবার জেগে উঠছে বিগত এক সপ্তাহ ধরে হয়ে চলা মৃদু কম্পনের কারণে।