বিজেপি নেতা প্রবীর ঘোষালের নামে পোস্টার

author-image
Harmeet
New Update
বিজেপি নেতা প্রবীর ঘোষালের নামে পোস্টার





সুজিত গৌড়, হুগলী: বিজেপি নেতা প্রবীর ঘোষালের নামে পোস্টার পরল কোন্নগর এলাকায়। পোস্টারে লেখা রয়েছে কোন্নগর বাসীর দাবি, মধুচক্রের নায়ক গদ্দার প্রবীর ঘোষালকে তৃণমূল কংগ্রেস দলে নেওয়া যাবে না। রাজ্যে বিধানসভা ভোটের আগে উত্তরপাড়া বিধানসভার তৃনমুল বিধায়ক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগদান করেন। সেই সময় প্রবীর ঘোষালের নামে পোস্টারের পাশাপাশি কুশপুতুল দাহ করা হয় তৃনমুলের পক্ষ থেকে। বিধানসভা ভোটে জিতে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, এর পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বারতে থাকে প্রবীর ঘোষালের। কিছু দিন আগে শ্রীরামপুর সাংগঠনিক বিজেপি পার্টি অফিশে বৈঠক করতে আসেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই সভায় দেখা যায়নি তাকে। কয়েকদিন আগে বেসুরো হতে দেখা গেছে বিজেপি নেতাকে। এরপরই জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে তিনি আরার ফিরে যেতে পারেন তৃণমূলে। সম্প্রতি বিজেপি নেতা মুকুল রায় তৃণমূলে যোগদান করেছে। কোন্নগরের এক তৃণমূল কর্মী বলেন, ‘আমরা দেখলাম সারা কোন্নগর জুড়ে প্রবীরা ঘোষালের বিরুদ্ধে পোস্টার পরেছে। আমরা তৃণমূল কর্মীরা সমর্থন করি। উনি তৃণমূল দলের অনেক ক্ষতি করেছে। তৃণমূল কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।’