নিজস্ব সংবাদদাতা: কোনও ভাবেই যেন বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই ৷ বজ্র-বিদ্যুৎ-সহ রাতভর তুমুল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ৷ সারারাত, বিশেষ করে ভোরের দিকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে আবার শহরের বেশ কিছু অংশে জল জমে গিয়েছে ৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে৷ এই বৃষ্টি আজ, সোমবার অনেকটা সময় জুড়েই চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামী ২৪ ঘণ্টা আকাশ সাধারণত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার দাপটে এই বৃষ্টিপাত। আগামিকাল, মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস