বন্যার মধ্যেই আগুনে ভস্মীভূত বাড়ি, পাশে থাকার আশ্বাস দিলেন দেব

author-image
Harmeet
New Update
বন্যার মধ্যেই আগুনে ভস্মীভূত বাড়ি, পাশে থাকার আশ্বাস দিলেন দেব

​নিজস্ব সংবাদদাতাঃ

বন্যার জলের জন্য নিরুপায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসতবাড়ি আগুনে ভস্মীভূত হতে দেখলো প্রতিবেশীরা। জলযন্ত্রনার মাঝেই এমনই ঘটনা ঘটলো ঘাটাল ব্লকের অজবনগর গ্রাম পঞ্চায়েতের শিলারাজনগর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা শিশির পোড়া ও তার স্ত্রী সহ দুই সন্তান নিয়ে মাটির বাড়িতে বসবাস করেন। পরিবারের সদস্যদের দাবি,কয়েকদিনের টানা বর্ষণে বাড়িতে উঠেছিল জল। তাই নিজেদের মাটির বাড়ি ছেড়ে পাশের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারা।কিন্তু হঠাৎ করে শনিবার গভীর রাতে তারা জানতে পারে তাদের বাড়িতে আগুন জ্বলছে। প্রতিবেশীরা খবর দেওয়ায় দ্রুত জল পেরিয়ে বাড়ির পথে রওনা দেওয়ার চেষ্টা করে তারা। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রতিবেশীরা পৌঁছলেও সব পুড়ে ছাই হয়ে গিয়েছে ততক্ষণে।বাড়িতে থাকা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র, অবশিষ্ট খাবার, ধান- সবই পুড়ে ছাঁই। খবর পেয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঘাটালের সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্না ও ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাঝি। রবিবার নৌকায় করে গ্রামে গিয়ে পৌঁছায় তারা,গ্রামে যায় ঘাটাল থানার পুলিশও। ওই পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।