সংকটে চালসা

author-image
Harmeet
New Update
সংকটে চালসা



সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি ঃ  ডুয়ার্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হল চালসা। আজ পর্যন্ত চালসায় তৈরি হল না ডাম্পিং গ্রাউন্ড। ফলে যত্রতত্র ফেলা হচ্ছে নোংরা আবর্জনা। ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে তেমনি আবর্জনার দুর্গন্ধে জনগণেরও সমস্যা হচ্ছে। চালসায় ঘুরতে আসা পর্যটকদেরও সমস্যায় পড়তে হচ্ছে। সরকারিভাবে চালসায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির দাবি জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। ডাম্পিং গ্রাউন্ডের অভাবে খরিয়ার বন্দর জঙ্গলের সংরক্ষিত এলাকা ও জাতীয় সড়কের ধারে দীর্ঘদিন ধরেই ফেলা হচ্ছে আবর্জনা। ফলে বন্য প্রাণীরা যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে তেমনি ওই এলাকায় জাতীয় সড়ক দিয়ে দুর্গন্ধে জনগণেরও যাতায়াতের সমস্যা হয়।চালসার একাংশ পরিবেশপ্রেমীদের মতে, ‘দীর্ঘদিন ধরেই মঙ্গলবাড়ি বাজার সংলগ্ন বাতাবাড়িমুখী ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে আবর্জনা ফেলা হচ্ছে। সম্প্রতি দেখতে পাচ্ছি যে সড়কের ধারে খরিয়ারবন্দর জঙ্গলের মধ্যে ফেলা হচ্ছে প্লাস্টিক, থার্মোকল। ওই এলাকায় মাঝে মধ্যেই হাতির দল আশ্রয় নেয়। প্লাস্টিক, থার্মোকলের ফলে হাতিরাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এর আগেও ওই এলাকায় হাতির মলে প্লাস্টিক দেখতে পাওয়া গিয়েছিল। ওই এলাকায় আবর্জনা না ফেলা সহ চালসায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির দাবি এর আগেও আমরা বিডিওকে জানিয়েছি। কোনও কাজ হয়নি।’
মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস বলেন, "চালসায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য ব্লক ভূমি সংস্কার আধিকারিককে জমি চিহ্নিত করার কথা বলা হয়েছে। জমি পেলেই দ্রুত ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু করাহবে ।"