নিজস্ব সংবাদদাতাঃ পুজো প্রায় এসেই গেলো। শুরু হয়ে গিয়েছে বাঙালির কেনাকাটা পর্ব। আর অষ্টমীর জন্যে বিশেষ শাড়ি তো কিনতেই হবে। অষ্টমীর অঞ্জলীতে ২৫ উর্দ্ধ যাঁদের বয়স তাঁরা অবশ্যই লাল অথবা লাল-সাদা শাড়ি পরে অঞ্জলি দিতে পারেন। বিবাহিতরা সঙ্গে সোনার গয়না পরুন। আর অবিবাহিতরা ফেক গয়না, টেরাকোটা, থ্রেড, সিলভার, ম্যাট মেটাল, স্টোনের গয়না ইত্যাদি পরতে পারেন৷