টোকিওর মুখে যাদবপুরের দালি-মাস্ক...

author-image
Harmeet
New Update
টোকিওর মুখে যাদবপুরের দালি-মাস্ক...



নিজস্ব সংবাদদাতাঃ  নেটফ্লিক্সার 'মানিহাইস্ট' নিয়ে নেট পাড়ায় চর্চার শেষ নেই। তারউপর সদ্য মুক্তি পেয়েছে এই সিরিজের সিজিন ফাইভের প্রথম পর্ব। যেন শ্রমিক বিপ্লবের জলজ্যান্ত প্রতীক হয়ে গেছে এই মুখোশ। আর এই মুখোশই সালভাদোর দালির মুখের আদলে এঁকে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের শিল্পের পরিচয় আবারও রাখে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যা দেখে স্বয়ং মুগ্ধ 'মানি হাইস্ট'-এর টোকিও। শিল্পী আরাত্রিকা বসু-র প্রশংসা করে তিনি বলেন "বিপ্লব দীর্ঘজীবী হোক"। দর্শন বিভাগের ছাত্রী আরাত্রিকা বসু। এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে তাঁর খ্যাতি। টোকিও বলেন " ভাবতেও অবাক লাগে ভারতের কোনো দেওয়ালে দালি মাস্ক আঁকা হয়েছে।"