তবে প্রিয়াঙ্কাই কি এবারের মুখ্য মুখ?- প্রশ্ন রাখলেন কংগ্রেস নেতা...

author-image
Harmeet
New Update
তবে প্রিয়াঙ্কাই কি এবারের মুখ্য মুখ?- প্রশ্ন রাখলেন কংগ্রেস নেতা...



নিজস্ব সংবাদদাতাঃ সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। তারমাঝেই কংগ্রেস-এর প্রাক্তন নেতা সলমন খুরশিদ বললেন পার্টি মুখ্য সচিব প্রিয়াঙ্কা গান্ধী ঠিক করবেন তিনি মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হবেন কিনা। তিনি বলেন "এবারের ভোট কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির নেত্রীত্বেই লড়বে। কিন্তু তিনিই ঠিক করবেন যে মুখ্যমন্ত্রী পদের প্রার্থী তিনি হবেন কিনা।" একইসাথে শনিবার কংগ্রেসের সোশ্যাল মিডিয়া মারফত সঙ্কল্প গ্রহনের মাধ্যমে জানায় পার্টি প্রেসিডেন্ট হিসাবে তাঁরা রাহুল গান্ধী-কেই চান। একইসাথে দিল্লিপ্রদেশ মহিলা কংগ্রেস সমিতি একই সঙ্কল্প গ্রহন করেন। ২০১৭-এর বিধানসভা ভোটে  ৪০৩ টি  আসনের মধ্যে ৩১২ টি আসনে বিজেপি জয়লাভ করে। ৪৭টি আসন গ্রহন করে সামাজবাদি পার্টি। ১৯ টি আসন জয় করে বহুজন সামাজ পার্টি, আর কংগ্রেস পায় মাত্র ৭ টি আসন।