একসঙ্গে ৩৪ টি স্যাটেলাইট প্রেরণ করল রাশিয়া

author-image
Harmeet
New Update
একসঙ্গে ৩৪ টি স্যাটেলাইট প্রেরণ করল রাশিয়া

​নিজস্ব সংবাদদাতাঃ  অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে রাশিয়ার Soyuz রকেট। মহাকাশে একসঙ্গে ৩৪টি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এই রকেট। ব্রিটিশ অপারেটর OneWeb থেকে এই স্যাটেলাইটগুলো সংগ্রহ করেছে রাশিয়ার শক্তিশালী রকেট Soyuz। উল্লেখ্য, ব্রিটিশ অপারেটর OneWeb- এর লক্ষ্য হল সারা বিশ্বে দ্রুত হাই স্পিডের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দেওয়া। তাই বিশ্বের প্রতিটি কোনায় হাই স্পিড ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দিতেই তাদের এই প্রয়াস। রাশিয়ার Soyuz রকেট পরিচালনায় দায়িত্বে রয়েছে ইউরোপের Arianespace। কাজাখস্তানের Baikonur cosmodrome থেকে স্থানীয় সময় সন্ধে ৬টা ৭মিনিটে লঞ্চ করা হয়েছে রকেট। রাশিয়ার Roscosmos স্পেস এজেন্সির তরফে এই রকেট লঞ্চের মুহূর্ত লাইভ দেখানো হয়েছে অর্থাৎ লাইভ ব্রডকাস্ট হয়। Roscosmos- এর প্রধান Dmitry Rogozin সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন (টেলিগ্রাম) পরিকল্পনা মতোই সফলভাবে লঞ্চ হয়েছে রাশিয়ার Soyuz রকেট। চলতি বছর এই নিয়ে ষষ্ঠবার স্যাটেলাইট লঞ্চ করেছে ব্রিটিশ অপারেটর OneWeb। শেষবার স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল ২২ অগস্ট।