নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে শুক্রবার সরব হন কৈলাস সত্যার্থী। তিনি জানান, তালিবানের নতুন সরকারকে আন্তর্জাতিক সাহায্য এবং স্বীকৃতি পেতে হলে আরও সহনশীল নীতি গ্রহণ করতে হবে। তালিবানের কাছে এই বিষয়ে আন্তর্জাতিক মহল থেকে স্পষ্ট বার্তা দেওয়া উচিত। এমনটাই মনে করছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী। তিনি আরও জানান, মেয়েদের যদি সমান তালে শিক্ষা না দেওয়া হয়, তাহলে তারা সারা জীবনের জন্য শোষণের শিকার হবে।