দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ একমাস যাবত গ্রামের স্কুলেই দিনকাটছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া ও খড়কপুর গ্রামের ৫ টি পরিবারের।জানা যায়,বিগত একমাস আগে প্রবল বর্ষণ ও ব্যারেজের ছাড়া জলে প্লাবিত হয় চন্দ্রকোনার পাইকপাড়া ও খড়কপুর গ্রাম।৪-৫ দিন জলবন্দি ছিল গোটা গ্রাম।সেইসময় বন্যায় একমাত্র বাসস্থান মাটির বাড়ি ভেঙে পড়ে পাইকপাড়া গ্রামের স্বদেশ,স্বপন,সুবিমল দোলইদের।ভয়াবহ বন্যায় বাড়ির মহিলা,শিশু থেকে বয়স্কদের নিয়ে আসবাব সহ আশ্রয় নিতে হয় পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।তখন থেকেই স্কুলের ভিতর একটি রুমে শিশু,মহিলা পুরুষ ও বয়স্কদের নিয়ে দিনকাটছে পাইকপাড়া গ্রামের তিনটি পরিবারের ১০-১২ জন সদস্যের।পাশের খড়কপুর প্রাথমিক বিদ্যালয়েও রয়েছে আরও দুটি পরিবার এমনটাই জানাযায়।রান্না,খাওয়া থেকে স্কুলের ক্লাস রুমে রাত কাটছে এই সকল পরিবারের সদস্যদের।জমি জায়গা বিশেষ কিছু নেই,ভাগ চাষ করেই সংসার এই পরিবারগুলির,কিন্তু বিগত বন্যায় নষ্ট হয়ে গিয়েছে চাষটুকুও।গত কয়েকদিনের টানা বৃষ্টিতে শিলাবতী নদীর জল ঢুকে ফের একবার জলমগ্ন চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া,খড়কপুর সহ একাধিক গ্রাম।গতবারের বন্যায় বাড়ি ছেড়ে গ্রামের স্কুলে আশ্রয় নেওয়া এই পরিবারগুলির দুঃশ্চিন্তা ফের বন্যা দেখা দেওয়ায়, কবে ভেঙে যাওয়া বাড়ি মেরামত হবে আর কবেই স্কুল থেকে নিজেদের বাড়িতে ফিরবে জানেন না তাঁরা।